দেশজুড়েপ্রধান শিরোনাম
কক্সবাজারে শুঁটকির ব্যাগে ইয়াবা পাচার, আটক ২
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজার থেকে ঢাকায় অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় ফেনীতে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্তণ অধিদপ্তর। বুধবার (২৬ আগস্ট) দুপুরে তাদের আটক করা হয়।
আটকরা হলেন-মো. ফজলুর রহমান (৩০) ও মো. সাকিব শেখ (২২)।
সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ঢাকা ধানমন্ডিতে ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেনের নেতৃত্বে একটি টিম ফেনী শহরের মহিপাল ও লালপোলে অবস্থান নেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন জানান, বুধবার লালপোলে সেন্টমাটিন পরিবহন তল্লাশি চালিয়ে শুঁটকির ব্যাগে থাকা ১২০০ পিস ইয়াবাসহ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার মো. তোতা খলিফার ছেলে মো. ফজলুর রহমানকে আটক করা হয়। একই দিন সকাল ৮ টায় মহিপালে একটি শ্যামলী পরিবহন তল্লাশি করে বাগেরহাটের মোল্লারহাট উপজেলার মো. ইস্কান্দার শেখের ছেলে মো. সাকিব শেখকে ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) তাজ উদ্দিন, সহকারী উপপরিদর্শক (এএসআই) আবুল বাশার, সায়েম মিয়া, অজয় রায় সঙ্গীয় র্ফোস উপস্থিত ছিলেন।
/এন এইচ