দেশজুড়েপ্রধান শিরোনাম
কক্সবাজারে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ সন্ত্রাসীদের গুলিতে নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের উখিয়ায় সন্ত্রাসীদের গুলিতে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ নিহত হয়েছেন।
বুধবার রাত ৯টার দিকে উখিয়ায় কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস-এর অন্যতম নেতা ছিলেন মুহিবুল্লাহ। তিনি উখিয়ার লম্বাশিয়া ইস্ট-ওয়েস্ট ক্যাম্প-১ এর বাসিন্দা ছিলেন।
কক্সবাজার ১৪ এপিবিএনের অধিনায়ক মোহাম্মদ নাইমুল হক জানান, রাত ৮টার দিকে, ক্যাম্পের ভেতরেই তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে, গুলিবিদ্ধ মুহিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মুহিবুল্লাহ রোহিঙ্গাদের অধিকার নিয়ে কাজ করছিলেন। ২০১৯ সালের ১৭ জুলাই, যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজে সাবেক মার্কিট প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেন মুহিবুল্লাহ।
/ আরএইচএস