দেশজুড়ে
কক্সবাজারে রোহিঙ্গার ছুরিকাঘাতে যুবক নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গার ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম রহিম উল্লাহ।
রোববার (২৬ আগস্ট) রাতে উখিয়ার কুতুপালং রেজি. ক্যাম্পের ২নং স্কুলের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত রহিম উল্লাহ উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘ডি’ ব্লকের বাসিন্দা আবদুস সালামের ছেলে।
জানা যায়, রহিম উল্লাহ ও একই ক্যাম্পের বাসিন্দা শহীদুল্লাহর মধ্যে কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে শহীদুল্লাহসহ বেশ কয়েকজন রহিমের বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রহিমকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এনজিও পরিচালনাধীন হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পর রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।
উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ইনচার্জ রেজাউল করিম বলেন, ঘটনাটি শুনেছি। তবে বিস্তারিত খবর এখনও পাইনি।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, ক্যাম্পে এক রোহিঙ্গা যুবক মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।