দেশজুড়ে
কক্সবাজারে বন্দুকযুদ্ধে ৪ মাদক ব্যবসায়ী নিহত
ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুলিশের সঙ্গে পৃথক স্থানে বন্দুকযুদ্ধে ৪ জন নিহত হয়েছেন। নিহতরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে দাবি করেছে পুলিশ।
শনিবার (৩ আগস্ট) ভোরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে তারা নিহত হন। এসময় অতিরিক্ত পুলিশ সুপারসহ সাত পুলিশ সদস্য আহত হন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে টেকনাফে নুরউল্লা ঘোনা পাহাড়ে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযানে যায় তাদের একটি দল। এসময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাতদল। আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে পুলিশও। এসময় আইয়ুব, জুনায়েদ, মেহেদি নামে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেয়ার পর তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এদিকে মেরিন ড্রাইভ রোডের দরগার পাড়ায় এলাকায় গুলিতে ইমরান মোল্লা নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছে।
নিহতরা মাদক ব্যবসার সাথেও জড়িত বলেও জানিয়েছে পুলিশ।