দেশজুড়ে

কক্সবাজারে পিকনিক বাসের সাথে পিকআপের সংঘর্ষে নিহত ৪

ঢাকা অর্থনীতি ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারের চকরিয়ায় পিকনিক বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চার জন।

বৃহস্পতিবার( ২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চকরিয়ার উত্তর হারবাংয়ের কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চকরিয়ার হারবাং এলাকার মোস্তাক আহমদের ছেলে রিদোয়ান, সামাজিকপাড়ার মৃত রশিদ আহমদের ছেলে বক্কর, একই এলাকার বাদশা মিয়ার ছেলে জয়নাল ও বত্তাতলী এলাকার মোজাফ্ফরের ছেলে মহিউদ্দিন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশের এসআই খোকন কান্তি রুদ্র বলেন, ঢাকার গাজীপুর থেকে পর্যটকদের নিয়ে কক্সবাজারে যাচ্ছিল বাসটি। পথে হারবাং কলাবাগান এলাকায় পৌঁছালে চকরিয়া থেকে চট্টগ্রামগামী পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা চার শ্রমিকের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত আরও চার জনকে উদ্ধারকে প্রথমে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স পরে উন্নত চিকিৎসা জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে পাঠানো হয়েছে। এসআই খোকন আরও জানান, সংঘর্ষের পরপরই পিকনিক বাসের চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাস ও পিকআপটি জব্দ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close