বিশ্বজুড়ে
কংগ্রেস নেতা সালমানের বাড়িতে ভাঙচুর ও আগুন
ঢাকা অর্থনীতি ডেস্ক: ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও জেষ্ঠ কংগ্রেস নেতা সালমান খুরশিদের বাড়িতে ভাঙচুর ও আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
সোমবার হামলার পর তার নৈনাতালের বাড়িতে একটি কলিং কার্ড রেখে যায় তারা। এনডিটিভির এক প্রতিবেদনে এমনটি বলা হয়।
খুরশিদের নতুন বই ‘সানরাইজ ওভার অযোধ্যা: নেশনহুড ইন আওয়ার টাইম’ প্রকাশের এক দিন পরই তার বাড়িতে হামলার ঘটনা ঘটল। উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিম জঙ্গি গোষ্ঠীর সাথে তুলনা করায় বইটি নিয়ে বিতর্ক শুরু হয়। ঘটনার পরই ফেসবুকে তার বাড়িতে জ্বলতে থাকা আগুনের ছবি পোস্ট করেন খুরশিদ।
পুলিশ জানায়, এ ঘটনায় ২১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে। রাকেশ কপিল নামে এলাকার হিন্দুত্ববাদী অধিকারকর্মী ও তার সহযোগীকে ধরতে অভিযান চালানো হচ্ছে।
গেল সপ্তাহে প্রকাশ পায় অযোধ্যা নিয়ে সালমান খুরশিদের নতুন বই ‘সানরাইজ ওভার অযোধ্যা: নেশন হুড ইন আওয়ার টাইম’। বইটিতে হিন্দুত্ববাদীর সঙ্গে ইসলামিক স্টেটের (আইএস) ও বোকো হারামের মতো উগ্র ইসলামি গোষ্ঠীগুলোর তুলনা টেনে আনলে তীব্র বিতর্কের জন্ম হয়। এরপর ভারতের শাসক দল বিজেপি প্রকাশ্যেই অভিযোগ করেছিল সালমান খুরশিদ ভারতের হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছেন এবং ‘সাম্প্রদায়িকতার রাজনীতি’ করছেন।