বিশ্বজুড়ে

কংগ্রেস ছাড়লেন উর্মিলা !

ঢাকা অর্থনীতি ডেস্ক: যোগ দেয়ার পাঁচ মাসের মাথায় উর্মিলা মাতন্ডকর কংগ্রেস ছাড়লেন। কিছুদিন পরেই মহারাষ্ট্রে আর  বিধানসভা নির্বাচন। তার আগেই অসন্তুষ্ট উর্মিলা দলের মুম্বই শাখায় তুচ্ছ দলাদলির অভিযোগ তুলে এমন সিদ্ধান্ত নিলেন।

দলের অন্তর্দ্বন্দ্বের কথা তুলে উর্মিলা জানিয়ে দিলেন, তিনি দলের তুচ্ছ ঘটনায়   দ্বন্দে জড়িত থাকতে চান না। তিনি সংবাদমাধ্যমকে বলেন, ‘‘এটা পরিষ্কার যে মুম্বই কংগ্রেসের মুখ্য ব্যক্তিরা দলের উন্নতির জন্য সংগঠনে পরিবর্তনে হয় অসমর্থ বা অনিচ্ছুক।” তিনি আরও বলেন, ‘‘আমার রাজনৈতিক ও সামাজিক দায়িত্ববোধ থেকে এটা মেনে নিতে পারব না যে মুম্বই কংগ্রেসে কোনও বড় লক্ষ্যপূরণের চেষ্টা না করে আমাকে তুচ্ছ দলাদলিতে ব্যবহার করা হবে।”

গত লোকসভা নির্বাচনে লড়ে জিততে পারেননি অভিনয় থেকে রাজনীতিতে আসা উর্মিলা। ৪৫ বছর উর্মিলা মুম্বই কংগ্রেসের প্রাক্তন সভাপতি মিলিন্দ দেওরাকে লেখা একটি চিঠির সূত্রে ‘নির্লজ্জ বিশ্বাসঘাতকতার’ অভিযোগও তুলেছেন।

রঙ্গিলা (১৯৯৫), জুদাই (১৯৯৭), মস্ত (১৯৯৯) ও আরো বহু সফল ছবির নায়িকা উর্মিলা গত মার্চে রাজনীতিতে আসেন।

Related Articles

Leave a Reply

Close
Close