দেশজুড়ে
ওয়াইফাই কানেকশন নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে নিহত ১
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ওয়াইফাই কানেকশন নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আবুল কালাম (২৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার আমিন কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম কুমিল্লার আবদুর রহমানের ছেলে। আমিন কলোনি এলাকায় তার বিকাশ-ফ্লেক্সি লোডের একটি দোকানে আছে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ‘গুরুতর আহতাবস্থায় সকাল ১০টার দিকে আবুল কালামকে হাসপাতালে নিয়ে আসা হয়। সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে, ওয়াইফাই কানেকশন নিয়ে কথা কাটাকাটির জের ধরে পাশের দোকানের একজন তাকে ছুরিকাঘাত করেছে।
বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খন্দকার বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি মামুন নামে এক দোকানদার ও তার সহযোগীরা এ ঘটনার সঙ্গে জড়িত। তাদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। তবে এখন পর্যন্ত থানায় কোনও মামলা হয়নি।’