দেশজুড়েস্বাস্থ্য

ওষুধের পাতায় মূল্য; ডাক্তার ব্যবস্থাপত্রে থাকতে হবে স্পষ্টাক্ষর

ঢাকা অর্থনীতি ডেস্ক: ওষুধের পাতায় মূল্য সংযোজন ও চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্র স্পষ্টাক্ষরে লেখার দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের চৌরাস্তায় জাগ্রত শিক্ষক ও জনতা ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। ঘন্টাব্যাপি এই মানববন্ধন ও সমাবেশে সংগঠনের সভাপতি জুলফিকার আলী, যুগ্ম সাধারণ সস্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, ছাত্র জনতা জেলা শাখার সাধারণ সম্পাদক ইমরান মাহমুদ ইমি, সভাপতি ফারজানা আক্তার পাখি সহ সংগঠনটির অন্যান্য সদস্য ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ওষুধের পাতায় মূল্য না থাকায় ও চিকিৎসকদের ব্যবস্থাপত্র স্পষ্টাক্ষরে না লেখায় অনেক সাধারণ মানুষ ব্যাবসায়ীদের কাছে প্রতারণার শিকার হচ্ছেন। এজন্য জনগণের স্বার্থে ওষুধের পাতায় মূল্য সংযোজন ও ব্যবস্থাপত্র স্পষ্টাক্ষরে লেখার দাবি জানান তারা। পরে জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Related Articles

Leave a Reply

Close
Close