খেলাধুলা

এ বছরেই শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ!

ঢাকা অর্থনীতি ডেস্ক: টাইগারপ্রেমীরা নিশ্চয়ই অধীর আগ্রহ নিয়ে বসে আছে, কবে মাঠে ফিরবেন টাইগাররা! সব অপেক্ষার অবসান বোধ হয় শেষ হতে যাচ্ছে। চলতি বছরের অক্টোবরেই শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনো আসেনি। তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা প্রায় চূড়ান্ত। শিগগিরই এই বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশ কিংবা শ্রীলঙ্কা দুই দলই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে মরিয়া হয়ে আছে। করোনায় দীর্ঘ বিরতিতে পড়েছে দু’দলই। বেশকিছু সিরিজের পাশাপাশি স্থগিত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপও। তাই এই সিরিজটা আয়োজনে বেশ আগ্রহী দুই দেশ।

সফরে ২টি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

Related Articles

Leave a Reply

Close
Close