বিনোদন
এ টি এম শামসুজ্জামানকে ১০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এ টি এম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
সোমবার (১৩ মে) সকাল ৮টায় রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে এ টি এম শামসুজ্জামানের মেয়ে কোয়েলের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন, সংগীতশিল্পী রফিকুল ইসলাম প্রমুখ।
এ বিষয়ে এ টি এম শামসুজ্জামানের স্ত্রী রুনি জামান সংবাদমাধ্যমে বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছ থেকে আজ আমরা ১০ লাখ টাকা অনুদান পেয়েছি। আগের থেকে উনি (এ টি এম শামসুজ্জামান) ভালো আছেন। ’
অন্যদিকে ডা. সামন্তলাল সেন বলেন, ‘এ টি এম শামসুজ্জামানের চিকিৎসা আপাতত দেশেই হবে। এ ব্যাপারে তাঁর পরিবারের সম্মতি রয়েছে। তবে হাসপাতাল পরিবর্তন হতে পারে। আগের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।’
বর্তমানে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন আছেন বরেণ্য অভিনেতা এ টি এম শামসুজ্জামান। অধ্যাপক মতিউল ইসলামের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি।