দেশজুড়ে

এস্কেলেটরযুক্ত প্রথম ফুটওভার ব্রিজ পেল চট্টগ্রাম

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামে প্রথমবারের মতো চালু হলো এস্কেলেটর যুক্ত ফুটওভার ব্রিজ। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) খুলশীর ওয়ারলেস মোড়ে ডায়বেটিক হাসপাতাল সংলগ্ন সড়কে নির্মিত এস্কেলেটর ফুটওভার ব্রিজের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। এ সময় মেয়র বলেন, ‘আমি কাজে বিশ্বাসী। কাজের মাধ্যমেই নগরবাসীর হৃদয়ে স্থান করে নিতে চাই।’

তিনি আরও বলেন, ‘নগরের বিভিন্ন রাস্তা, ফুটপাত ও ড্রেনের ওপরে নির্মাণ সামগ্রী, অস্থায়ী দোকান, কাঁচাবাজার বসিয়ে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। যা কোনোভাবেই সহ্য করা হবে না।’

নাগরিক স্বার্থের পরিপন্থী ও বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন সিটি মেয়র আ জ ম নাছির।

এ সময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন হিরণ, সংরক্ষিত কাউন্সিলর আবিদা আজাদ, চসিকের অতিরিক্ত প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সালেহ, ঝুলন কুমার দাশ, মো. নাসির উদ্দিন, মো. জামাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close