প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

এসএসসি’র ৭৫ ভাগ আর জেএসসি’র ফলাফলের ২৫ ভাগ নিয়ে এইচএসসি’র ফল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এসএসসি’র ৭৫ ভাগ আর জেএসসি’র ফলাফলের ২৫ ভাগ নিয়ে মূল্যায়ন করে এইচএসসি’র ফল তৈরি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ডিসেম্বরের মধ্যেই এইচএসসি’র ফলাফল প্রকাশ করা হবে। এক্ষেত্রে এসএসসি’র ফলাফলকে ৭৫ আর জেএসসি’র ফলাফলকে ২৫ ভাগ হিসাব করে এ ফলাফল ঘোষণা করা হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২০ সালের এইচএসসি পরীক্ষা সরাসরি গ্রহণ না করে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এরা দুটি পাবলিক পরীক্ষা অতিক্রম করে এসেছে। এদের জেএসসি ও এসএসসি’র ফলের গড় অনুযায়ী এইচএসসি’র ফল নির্ধারণ করা হবে।

১ এপ্রিল এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, যাতে অংশ নেয়ার কথা ছিল প্রায় ১৪ লাখ পরীক্ষার্থীর।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close