দেশজুড়ে
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ২
ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রাইভেটকারটির চালক এবং একজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, একই লেনে চলছিল ভিআইপি পরিবহনের একটি বাস ও প্রাইভেটকারটি। একপর্যায়ে সামনে থাকা প্রাইভেটকারটির চাকা ব্লাস্ট হয়ে সেটি পেছনের দিকে ঘুরে যায়। পরক্ষণেই পেছনে থাকা বাস প্রাইভেটকারটিকে সজোরে আঘাত করে। এতে প্রাইভেটকারের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়।
গাড়িটিতে পাওয়া একটি ড্রাইভিং লাইসেন্স থেকে মিলন মাতব্বর নামের একজনের পরিচয় পাওয়া গেছে। তবে আহতদের পরিচয়ের বিষয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানাতে পারেনি পুলিশ।
এদিকে, ঘটনার পরই বাসের চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তাদের আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
/এএস