দেশজুড়েপ্রধান শিরোনাম

এমপি-মন্ত্রীদের শপথ নিয়ে মন্তব্য

ঢাকা অর্থনীতি ডেস্ক: এমপি-মন্ত্রীদের শপথ নিয়ে বিএনপিপন্থী আইনজীবীদের করা মন্তব্য রাজনৈতিক এবং সংবিধান পরিপন্থী বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন।

রোববার (২১ জানুয়ারি) দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

আগামী ৩০ জানুয়ারি বসছে দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এর আগের দিন ২৯ জানুয়ারি পর্যন্ত মেয়াদ থাকছে একাদশ সংসদের। এরমধ্যেই শপথ নিয়েছেন দ্বাদশ সংসদের ২৯৯ জন সদস্য। শপথ হয়েছে নতুন মন্ত্রিসভারও।

তবে বিএনপিসহ বেশ কিছু রাজনৈতিক দল প্রশ্ন তুলেছে সংসদে এখন ৫৯৯ জন এমপি। যদিও গত আগস্টে এক পূর্ণাঙ্গ রায়ে আপিল বিভাগ সাফ জানিয়ে দেন, সংসদ অধিবেশন বসার দিন থেকেই সংসদ সদস্যদের মেয়াদ শুরু হবে। ওই মামলায় আপিল বিভাগে লড়েছিলেন বিএনপির আইনজীবী নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

এ প্রসঙ্গে একই ব্যাখ্যা দিয়ে সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, এমপি-মন্ত্রীদের শপথ সংবিধান মেনেই হয়েছে। সংসদে এমপির সংখ্যা নিয়ে বিতর্কের অবকাশ নেই।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close