করোনাধামরাইপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
এমপি বেনজীর আহমেদ করোনা পজেটিভ
নিজস্ব প্রতিবেদকঃ ধামরাই (ঢাকা -২০) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমেদ করোনায় আক্রান্ত হয়েছেন।
বুধবার(০৭ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম কবির।
মেয়র গোলাম কবির বলেন, ‘বেনজীর আহমেদের করোনা পজিটিভ এলেও তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। শরীরে তেমন কোনো উপসর্গ দেখা দেয়নি। স্বাস্থ্যবিধি মেনে বাসাতেই আছেন। তাঁর সুস্থতার জন্য ধামরাইবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।’
সাংসদ বেনজীর আহমেদ ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) সভাপতি।
/আরএম