জীবন-যাপনস্বাস্থ্য

এবার শীতের প্রস্তুতি নিয়েছেন তো!

ঢাকা অর্থনীতি ডেস্ক:  ক্যালেন্ডারের পাতায় মাত্র ক’দিন পরই পৌষমাস, কনকনে শীত পড়তে আর বেশি ‍অপেক্ষা করতে হবে না। শীতের প্রস্তুতি আছে তো?

কীভাবে নেবেন শীতের প্রস্তুতি:

• লেপ, কম্বল, কমফোর্টার বের না করে থাকলে বের করে নিন।

• লেপ রোদে দিন, অন্যগুলো ড্রাইওয়াশ করিয়ে নিতে পারেন।

• সোয়েটার ও শাল ঠাণ্ডা পানিতে শ্যাম্পু ও লেবুর রস দিয়ে ধুয়ে নিন।

• লেদারের জ্যাকেট, স্যুট বাড়িতে না ধুয়ে লন্ড্রিতে দিন।

• নতুন করে কিনতে হলে কম্বলের পরিবর্তে কমফোর্টার কিনতে পারেন। কারণ কম্বলে ধুলা আটকে গিয়ে অনেকের অ্যালার্জি ও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে।

বাজারে দেশি বিদেশি নানা ব্র্যান্ডের কমফোর্টার পাওয়া যায়। এগুলো সাইজ ও কোয়ালিটির ওপর নির্ভর করে দাম নির্ধারণ করা হয়। সাধারণত দুই-তিন হাজার টাকায় কমফোর্টার পাওয়া যায়। তবে হাঁসের পালকে তৈরি কমফোর্টারের দাম সবচেয়ে বেশি। ডাবল সাইজের এমন একটি কমফোর্টার প্রায় ১৫ হাজার টাকা পড়বে।

এছাড়া শাল-সোয়েটার, জ্যাকেট আর আরামদায়ক ফরমাল ও ক্যাজুয়াল স্যুটের পসরা সাজিয়ে বসেছে ফুটপাতের দোকান থেকে শুরু করে অভিজাত ফ্যাশন হাউসগুলো। সাধ ও সাধ্যের মধ্যে বেছে নিন পছন্দমতো।

ত্বকের নানা ধরনের সমস্যা এড়াতে নতুন পোশাক অবশ্যই একবার ধুয়ে বা ড্রাই ওয়াশ করে ব্যবহার করবেন।

/এনএ

Related Articles

Leave a Reply

Close
Close