বিনোদন

এবার ‘ম্যান ভার্সেস ওয়াইল্ডে’ নরেন্দ্র মোদি

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এক অন্য নরেন্দ্র মোদিকে দেখা গেল সোমবার (১২ আগস্ট) টিভির পর্দায়। ‘ম্যান ভার্সেস ওয়াইল্ডে’র একটি পর্বে বিয়ার গ্রিলসের সঙ্গে অ্যাডভেঞ্চারে যোগ দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তিনি বলেন, যদি এটাকে ছুটি বলা যায় তাহলে এটাই শেষ আঠারো বছরে তার প্রথম ছুটি।

প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের দ্বিতীয় নেতা যাকে পৃথিবীর জনপ্রিয় একটি টিভি শো-তে দেখা গেল। ৪৫ বছর বয়সী ব্রিটিশ অ্যাডভেঞ্চারার এবং সঞ্চালক বিয়ার গ্রিলস দর্শকদের বন ভ্রমণের মাধ্যমে প্রকৃতির গভীরে নিয়ে যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এই পর্বটি উত্তরাখন্ডের জিম করবেট ন্যাশানাল পার্ক-এ শুটিং করা হয়েছিল চলতি বছরের ফেব্রুয়ারি মাসে।

প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভারতের জঙ্গলের গভীরে ঢুকে তিনি তার সঙ্গী বিয়ার গ্রিলসকে বলেন, ‘শেষ পাঁচ বছর আমি দেশের উন্নতিতে দিয়েছি যার জন্য আমি খুব আনন্দিত।

জঙ্গল ভ্রমণের সময় জীবনের নানা কথা উঠে আসে মোদীর মুখে। শোনা যায় শৈশবের কথা। কথোপকথনের মধ্যে বিয়ার গ্রিলস মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে তার আকাঙ্খার কথা জিজ্ঞাসা করেন। এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী জানান, ‘আমি ভাবিনা আমি কে। আমি শুধু জানি আমাকে কাজ করতে হবে। এটা আমার দায়িত্ব।’

সোমবার রাত ৯টায় ডিসকভারি চ্যানেলের মাধ্যমে ১৮০টি দেশের মানুষ একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অজানা দিকটি দেখতে পেয়েছেন। যখন তিনি প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত পরিবর্তন সম্পর্কে সচেতনতা তৈরির জন্য ভারতের জঙ্গলের গভীরেও প্রবেশ করেছেন তখন তাকে একজন তরতাজা যুবকের মত লাগছিল যিনি শান্তভাবে জঙ্গলে সময় কাটাচ্ছিলেন। আলাস্কায় ওবামার সঙ্গে ২০১৬ সালের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথেই এই বিশেষ পর্বের শ্যুটিং করেন বিয়ার গ্রিলস।

Related Articles

Leave a Reply

Close
Close