করোনাপ্রধান শিরোনামবিশ্বজুড়ে
এবার করোনায় আক্রান্ত হয়েছে পোষা বিড়াল
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবার করোনায় আক্রান্ত হয়েছে পোষা বিড়াল। যুক্তরাজ্যে এক পোষা বিড়াল করোনায় আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির পশু চিকিৎসক।
ওয়েব্রিজে গত বুধবার পরীক্ষায় পোষা বিড়ালটির করোনা ধরা পড়েছে। যুক্তরাজ্যের পশু বিষয়ক প্রধান চিকিৎসক জানিয়েছেন, এই প্রথম যুক্তরাজ্যে কোনো প্রাণী কোভিড-১৯ রোগে আক্রান্ত হল।
পশু চিকিৎসা বিষয়ক প্রধান কর্মকর্তা ক্রিস্টিন মিডলমিস বলেছেন, কোন প্রাণীর আক্রান্ত হওয়ার ঘটনা খুবই বিরল। বিড়ালটির শরীরে খুব সামান্যই উপসর্গ দেখা দিয়েছে।
এদিকে ব্রিটিশ সরকার বলছে বিবিসি জানিয়েছে, এই বিড়ালটির মাধ্যমে তার মালিক অথবা অন্য কোন প্রাণী আক্রান্ত হয়েছে এরকম কোন প্রমাণ নেই। তবে অন্য কোন পোষা প্রাণীও মানবদেহে করোনা ভাইরাস ছড়াতে পারে বলেও প্রমাণ পাওয়া যায় নি।
তবে ইংল্যান্ডে স্বাস্থ্য কর্তৃপক্ষ পরামর্শ দিচ্ছে কোন প্রাণীর সংস্পর্শে আসার পর হাত ধুয়ে ফেলতে হবে। এই বিড়ালের মাধ্যমে আর কোথাও ভাইরাস ছড়ায় কিনা তার ওপর নজর রাখা হচ্ছে।
/এন এইচ