খেলাধুলাপ্রধান শিরোনাম

এবার এক ভারতীয় ক্রিকেটারের ফ্যানে ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ গত রোববার নিজ বাড়ির ঘরে সিলিং-ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুত। যে খবরে শোকে আচ্ছন্ন বলিউড মহলসহ পুরো ভারত। রুপালি পর্দার মাহেন্দ্র সিং ধোনির আত্মহত্যার খবরে সবাই যখন স্তম্ভিত, তখনই ভারতের ক্রীড়াঙ্গনে ঘটল একই রকম ঘটনা।

এবার ঠিক সুশান্তের মতোই ফ্যানে ঝুলন্ত মরদেহ পাওয়া গেল ভারতীয় এক নারী ক্রিকেটারের। ক্রিকেটারের নাম অয়ন্তি রিয়ায়েং। মাত্র ১৬ বছর বয়সী এই ক্রিকেটার ত্রিপুরার নারী অনূর্ধ্ব-১৯ দলের সদস্য ছিলেন।

ভারতে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, মঙ্গলবার রাতে নিজ বাড়িতে অয়ন্তি সিলিং-ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের। সুশান্তের মতোই কোনো সুইসাইড নোট রেখে যাননি এ নারী ক্রিকেটার। উদীয়মান এ ক্রিকেটারের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনসহ ভারতের ক্রিকেট মহল।

গণমাধ্যম পিটিআইকে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি তিমির চন্দা বলেন, দারুণ প্রতিভাবান খেলোয়াড় ছিল অয়ন্তি, সেই অনূর্ধ্ব-১৬ থেকে রাজ্য দলের সদস্য। অয়ন্তি আত্মহত্যা করেছে এমন মৃত্যুর খবরে আমরা হতভম্ব।

তিনি বলেন, লকডাউনের কারণে সব বন্ধ হয়ে গেলে সমস্যায় পড়ে যায় অয়ন্তির পরিবার, যা আমাদের জানা ছিল না। মানসিকভাবে এতে ভেঙে পড়ে সে এই পথ বেছে নিল কিনা তা স্পষ্ট করে বলতে পারছি না।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ত্রিপুরা রাজধানী আগরতলা থেকে ৪০ কিলোমিটার অদূরে তাইনানি গ্রামের বাসিন্দা অয়ন্তি রিয়ায়েং। চার ভাইবোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। এ ক্রিকেটার রাজ্য দলের অনূর্ধ্ব-২৩ পর্যায়ে টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলেছেন।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close