দেশজুড়ে
এবার উত্তরায় চালু হলো চক্রাকার বাস সার্ভিস
ঢাকা অর্থনীতি ডেস্কঃ এবার রাজধানীর উত্তরায় চালু হলো বিআরটিসি’র চক্রাকার বাস সার্ভিস। ঢাকা উত্তর সিটি করপোরেশন ও ঢাকা মহানগর পুলিশের যৌথ উদ্যোগে বিআরটিসির ১০টি শীততাপ নিয়ন্ত্রিত বাস চলবে চক্রাকারে।
সোমবার (২৭ মে) উত্তরার রবীন্দ্র সরণিতে এই সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।
গণপরিবহন ও যানজটকে রাজধানীর প্রধান সমস্যা আখ্যা দিয়ে মেয়র সাঈদ খোকন বলেন, ‘গণপরিবহন এবং যানজট আমাদের শহরের একটি প্রধান সমস্যা। আমরা কাজ করে যাচ্ছি এই শহরের মানুষের জীবনমান উন্নয়নের জন্য।’
জনগণকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, ‘যে পরিবর্তন আমরা অর্জন করতে চাই তার শক্তি হলো সচেতনতা। হেডফোন কানে লাগিয়ে সড়ক পারাপার হলে অথবা মোবাইল ফোনে কথা বলা অবস্থায় গাড়ি চালালে সড়কে মৃত্যুর মিছিল কখনো বন্ধ হবে না।’
ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই বাস উত্তরাবাসীর জন্য আনন্দের সংবাদ। এটি আমাদের সবার জন্য। সুস্থ সচল ঢাকার জন্য সুস্থ গণপরিবহনের বিকল্প নেই। এই বাসগুলো সড়কে নির্বিঘ্নে চলতে হলে পথচারীদের ফুটপাথে চলতে হবে।‘
জনগণের সহযোগিতা থাকলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে রূপ দেয়া সম্ভব বলে মনে করেন মেয়র আতিক। বলেন, ‘আমরা সবাই একত্রে কাজ করলে, সচেতন থাকলে ঢাকা অচিরেই আবাস অযোগ্য থেকে বাস যোগ্য নগরীতে পরিণত হবে।’
বিআরটিসির ১০টি সিঙ্গেল ডেকার বাস এয়ারপোর্ট স্টেশন থেকে উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের পাশ দিয়ে দিয়াবাড়ি ঘুরে চক্রাকারে ঘুরে আবার উত্তরায় এসে থামবে। রুটের শুরু থেকে শেষ পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। এছাড়া সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ২০ টাকা।