দেশজুড়ে

এফআর টাওয়ারের নকশা জালিয়াতি; রাজউকের সহকারী পরিচালক গ্রেফতার

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে আগুনের ঘটনায় ওই ভবনের নকশা জালিয়াতির অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর সহকারী পরিচালক শাহ মোহাম্মদ সদরুল আলমকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (২৯ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য এ তথ্য জানান।

প্রণব কুমার ভট্টাচার্য সংবাদমাধ্যমে বলেন, ‘রাত সাড়ে ১০ দিকে সদরুল আলমকে গ্রেফতার করা হয়েছে। এফআর টাওয়ারের নকশা জালিয়াতির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।’

উল্লেখ্য,গত ২৮ মার্চ দুপুর ১২টা ৫৫ মিনিটে ২১-তলা বনানীর এফ আর টাওয়ারের ৯ তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানো ও হতাহতদের উদ্ধারের কাজ করে। পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী কাজ করে। প্রায় সাড়ে ছয় ঘণ্টা চেষ্টার পর রাত ৭টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় ২৬টি লাশ উদ্ধার করা হয়েছিল।

Related Articles

Leave a Reply

Close
Close