দেশজুড়েপ্রধান শিরোনাম

এনআইডি জালিয়াতি চক্রের ৫ সদস্য আটক

ঢাকা অর্থনীতি ডেস্কঃ কক্সবাজার শহরের লালদীঘিরপাড় থেকে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও জন্ম নিবন্ধন সনদ জালিয়াতি চক্রের ৫ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় জালিয়াতির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালদীঘির পাড়ের জিয়া কমপ্লেক্স থেকে এ সরঞ্জামসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কক্সবাজার শহরের তারাবনিয়ারছড়া এলাকার আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রাশেদ (২১), চকরিয়ার খুটাখালী এলাকার হারুন আর রশিদের ছেলে মো. ওসমান (৩৫), পাহাড়তলী এলাকার মৃত ইলিয়াছের ছেলে শফিকুল ইসলাম (৪৮), সৈয়দ করিমের ছেলে মোহাম্মদ ফরহাদ (২১) ও শামসুল হুদার ছেলে তাসিন হোসেন (২১)।

জেলা গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর মানস বড়ুয়া জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা পরস্পরের যোগসাজসে রোহিঙ্গাদের ভুয়া জন্ম সনদ, ভুয়া এনআইডি এবং পাসপোর্ট তৈরীতে সহায়তা করে আসছিল। উক্ত আসামীদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close