খেলাধুলাপ্রধান শিরোনাম
এখনো রেগে আছি: মেসি
ঢাকা অর্থনীতি ডেস্ক: মেসির পেনাল্টি যখন আটকে দিলেন পোল্যান্ড গোলরক্ষক শেজনি, তখনও আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য দুলছে পেন্ডুলামের মতো। তবে সেই পেনাল্টি মিসের মাশুল শেষ পর্যন্ত গুণতে হয়নি আলবিসেলেস্তেদের। ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ান আলভারেজের দুই গোলে পোল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের দারুণ জয় তুলে নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলো নিশ্চিত করেছে মেসির আর্জেন্টিনা।
ম্যাচের ৩৮ মিনিটে লিওনেল মেসিকে ফাউল করে বসেন পোল্যান্ডের গোলরক্ষক শেজনি। পেনাল্টি নিতে আসেন আর্জেন্টাইন জাদুকর কিন্তু সেই শেজনিই চীনের প্রাচীর হয়ে দাঁড়ালেন মেসির বিপক্ষে। মেসির করা শট বামপাশে ঝাঁপিয়ে পড়ে রুখে দেন শেজনি।
ম্যাচ শেষে টিওয়াইসি স্পোর্টসকে দেয়া সাক্ষাৎকারে লিওনেল মেসি বলেন, আমি এখনও পেনাল্টি মিস করার জন্য রেগে আছি, কিন্তু এর পরে দল আরও শক্তিশালী হয়ে উঠেছে। আমরা জানতাম যে একবার প্রথম গোলের লিড পেয়ে ম্যাচ জেতাটা সহজ হয়ে যাবে। এখন আর পিছনে তাকানোর কিছু নেই, প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে পরিকল্পনা করতে হবে। অস্ট্রেলিয়া প্রতিপক্ষ হিসেবে দারুণ।
রোববার (৪ ডিসেম্বর) রাউন্ড অব সিক্সটিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবেসিলেস্তেরা।