শিল্প-বানিজ্যশেয়ার বাজার

এক সপ্তাহেই প্রধান শেয়ারবাজারে মূলধন বেড়েছে পাঁচ শতাংশ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ সাতদিন ধরে দেশের শেয়ারবাজারে বড় ধরনের উত্থান হয়েছে। এক সপ্তাহেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্য সূচক বেড়ে দাঁড়িয়েছে চার শতাংশের উপরে। আর বাজার মূলধন বেড়েছে ২২ হাজার কোটি টাকা বা প্রায় পাঁচ শতাংশ। আর দৈনিক গড় লেনদেনের পরিমাণ প্রায় দ্বিগুণ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার কোটি টাকার কাছাকাছি।

গত সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসই’র বাজার মূলধন চার লাখ ৭০ হাজার ২৭০ কোটি টাকায় দাঁড়িয়েছে, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল চার লাখ ৪৮ হাজার ২৩০ কোটি টাকা। অর্থাৎ ডিএসই’র বাজার মূলধন ২২ হাজার ৪০ কোটি টাকা বেড়েছে। এর মাধ্যমে টানা ছয় সপ্তাহে ডিএসই’র বাজার মূলধন বাড়ল ৭৯ হাজার ৭৩৭ কোটি টাকা। বাজার মূলধন বৃদ্ধির অর্থ তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের দাম সম্মেলিতভাবে ওই পরিমাণ বেড়েছে।

এদিকে গত সপ্তাহজুড়ে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২১৯ দশমিক ৭০ পয়েন্ট বা চার দশমিক ০৭ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ১৮৩ দশমিক ৭০ পয়েন্ট বা তিন দশমিক ৫২ শতাংশ। তার আগের চার সপ্তাহেও সূচক বেড়েছিল। এতে টানা ছয় সপ্তাহের উত্থানে ডিএসইর প্রধান সূচকটি ৭৫০ পয়েন্ট বেড়েছে।

প্রধান মূল্য সূচকরে পাশাপাশি বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচকের বড় উত্থান হয়েছে। গত সপ্তাহজুড়ে সূচকটি বেড়েছে ৮৪ দশমিক ১১ পয়েন্ট বা চার দশমিক ২৮ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি বাড়ে ৮৭ দশমিক ২৩ পয়েন্ট বা চার দশমিক ৬৫ শতাংশ। এর আগের চার সপ্তাহেও সূচকটি বেড়েছিল। এতে ছয় সপ্তাহের টানা উত্থানে সূচক বেড়েছে ৩৫৮ পয়েন্ট।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Varnos ir buivolai: miško galvosūkis Patyrusios namų šeimininkės paslaptis: kaip Genialus žmogus Vašką tarp butelių surasti Kaip atsikratyti Veidų skaičiavimo dėlionė, Nesusigundykite avižiniais dribsniais: geriausi papildai Paieška meškinės vizijos: mieliausias visų laikų šuns dėlionė Genijinis kopūstų užpildas per 7 3 skirtumai tarp Pica magijos išbandymas: ieškokite keisto skonio per 11 Neįtikėtini atvejai, kai gaidys turi būti jūsų Tikras genijus suranda katę per 8 sekundes: geriausias būdas patikrinti Internetas pristato Naujai įsigyta: kaip atkurti kojinių Kiekvienas negali rasti katės per 5 sekundes:
Close
Close