বিশ্বজুড়ে

এক মাছের দাম ১৫ কোটি!

ঢাকা অর্থনীতি ডেস্ক: জাপানের টোকিওর তোয়ুসু মাছের বাজারে নতুন বছরের শুরুতেই একটি দৈত্যাকার টুনা মাছ রেকর্ড দামে বিক্রি হয়েছে।

মাছটি জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় অঞ্চলের ওমা বন্দর থেকে ধরা হয়েছে। দৈত্যাকার এই টুনা মাছটি নিলামে বিক্রি হয় বাংলাদেশি মুল্যে ১৫ কোটি ১২ লাখ টাকায়।

২৭৬ কেজি ওজনের টুনা মাছটি কিনেছেন টোকিওভিত্তিক সুশি রেস্টুরেন্ট চেইন সুশিজানমাইয়ের প্রধান কিয়োশি কিমুরা। জাপানি মুদ্রায় মাছটির দাম ছিল ১৯৩.২ মিলিয়ন ইয়েন। যা মার্কিন ডলারে দাঁড়ায় ১.৮ মিলিয়ন। আর । অর্থাৎ প্রতি কেজি টুনা বিক্রি করা হয়েছে ৭ লাখ ইয়েনে।

এর আগে, ২০১৩ সালে এমনই একটি দৈত্যাকার টুনা বিক্রি হয়েছিল ২২ কোটি টাকায়। দামের দিক থেকে তা এখনও পর্যন্ত রেকর্ড। সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছাল ২৭৬ কেজির এই টুনার দাম।

Related Articles

Leave a Reply

Close
Close