তথ্যপ্রযুক্তি

এক ব্যাটারি দিয়েই গাড়ি চলবে ১০ লাখ মাইল!

ঢাকা অর্থনীতি ডেস্কঃ এক ব্যাটারিতে ১০ লাখ মাইলের বেশি পথ পাড়ি দিতে পারবে বছরের শুরুতে এমন ব্যাটারি বানানোর অঙ্গীকার করেছিলেন টেসলা প্রধান ইলন মাস্ক।

সম্প্রতি ডালহৌজি ইউনিভার্সিটির গবেষকরা লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে নতুন এক নিবন্ধ প্রকাশ করেছেন। নিবন্ধে বলা হয়, নতুন এই লিথিয়াম-আয়ন ব্যাটারি “বৈদ্যুতিক গাড়িগুলোকে ১০ লাখ মাইলের বেশি পথ পাড়ি দিতে সহায়তা করবে।

গবেষক দলের প্রধান পদার্থবিদ জেফ ডান বলেন, এর আগে এ ধরনের যতো লিথিয়াম-আয়ন ব্যাটারির কথা বলে হয়েছে ইতোমধ্যেই সেগুলোকে ছাড়িয়ে গেছে নতুন ব্যাটারি।

বর্তমানে টেসলা ব্যাটারিগুলো তিন থেকে পাঁচ লাখ মাইল গাড়িটি চালাতে পারে। নতুন ব্যাটারির মাধ্যমে প্রায় দ্বিগুণ পথ পাড়ি দিতে পারবেন টেসলা গ্রাহকরা।

Related Articles

Leave a Reply

Close
Close