দেশজুড়েপ্রধান শিরোনাম
এক পাঙাশের দাম ৩৮ হাজার টাকা!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি পাঙাশ মাছ।
সোমবার সকালে পাঙাশটি জেলে গুরু হলদারের কাছ থেকে ৩৭ হাজার ৮শ টাকায় কিনে নেন মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। এ সময় নদীর পাড়ে মাছটি দেখতে অনেকেই ভিড় করেন।
ভোরে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীর অংশে মাছ ধরার সময় গুরু হলদারের জালে পাঙাশটি ধরা পড়ে।
মাছটির ওজন ২৮ কেজি। দৌলতদিয়া ঘাটের একটি আড়তে মাছটি নিয়ে এলে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৩৭ হাজার ৮শ টাকায় মাছটি কিনে নেন।
মো. চান্দু মোল্লা জানান, ৩৭ হাজার ৮শ টাকায় মাছটি কিনেছেন তিনি। ১ হাজার ৪৫০ অথবা ১৫ শ টাকা কেজিতে মাছটি বিক্রি করবেন তিনি। এখন নদীতে পানি বেশি থাকায় প্রতিদিনই বড় বড় মাছ পাওয়া যাচ্ছে।
/এন এইচ