দেশজুড়েপ্রধান শিরোনাম

এক নজরে রিজেন্টের সাহেদকে গ্রেফতারের চিত্র

ঢাকা অর্থনীতি ডেস্কঃ আলোচিত রিজেন্ট হাসপাতাল প্রতারণা মামলার প্রধান আসামি ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ সাতক্ষীরার দেবহাটা সীমান্ত দিয়ে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। বুধবার ভোর ৫টার দিকে সাতক্ষীরার সীমান্তের দেবহাটা থানার সাকড় বাজারের পাশে অবস্থিত লবঙ্গপতি এলাকা থেকে নৌকায় পালিয়ে থাকা অবস্থায় তাকে গ্রেফতার করা হয়।

এক নজরে সাহেদকে গ্রেফতারের কিছু চিত্র দেখে নিন-

ভোরে নৌকায় করে ভারতে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল সাহেদের।
নৌকায় মাঝি ও সাহেদ একা ছিল বলে জানায় র‍্যাব। এ সময় নৌকার মাঝি সাঁতরে পালিয়ে গেলেও ধরা পড়েন সাহেদ।
গ্রেফতারের সময় সাহেদের কাছ থেকে একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করেছে র‌্যাব
সীমান্ত দিয়ে নৌকায় করে পালিয়ে যাওয়ার সময় সাহেদকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয় আটক সাহেদকে।

 

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close