দেশজুড়েপ্রধান শিরোনাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি

ঢাকা অর্থনীতি ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম বর্ষপূর্তি আজ। ২০১৮ সালের ৩০শে ডিসেম্বর অনুষ্ঠিত এ নির্বাচনকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে উদযাপন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (৩০ ডিসেম্বর) বেলা তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে বিজয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

এ ছাড়া সারা দেশে বিজয় মিছিল, শোভাযাত্রা, সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

তবে দেশের মানুষের ভোটাধিকার লুট করা হয়েছে দাবি করে দিবসটিকে গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করার ঘোষণা দিয়েছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলের কার্যালয়ের সামনে বেলা দুইটায় সমাবেশের ঘোষণা দিয়ে রেখেছে বিএনপি। যদিও অনুমতি দেয়নি পুলিশ।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close