জীবন-যাপনবিনোদন

একসঙ্গে না থাকলেও আমরা খুব ভালো বন্ধু: রচনা

ঢাকা অর্থনীতি ডেস্ক: অভিনয়ের পাশাপাশি রিয়্যালিটি শো ‘দিদি নম্বর ওয়ান’ উপস্থাপনা করেও সুখ্যাতি লাভ করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জী।

ক্যারিয়ারে অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় থেকে শুরু করে নানা সাফল্য থাকলেও সাংসারিক জীবনে খুশি নন এই অভিনেত্রী। ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রচনা বলেছিলেন, ‘আমি বিবাহিত। কিন্তু সুখী দাম্পত্য জীবন বলতে যা বোঝায় সেটা নয়।’

বর্তমানে স্বামীর সাথে একসঙ্গে থাকছেন না রচনা। ছেলের মুখের দিকে তাকিয়েই ডিভোর্সের পথে হাঁটেননি বলে জানান এই অভিনেত্রী।

রচনা বলেন, ‘আমার ছেলে বড় হচ্ছে। আমি বা আমার স্বামী কখনোই চাইনি ওকে শুনতে হোক- ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গেছে। তবে স্বামীর সঙ্গে একসঙ্গে না থাকলেও আমরা খুব ভালো বন্ধু।’

ছেলের প্রতি বাবা হিসেবে সকল দায়িত্বই পালন করে রচনার স্বামী। সেটাও জানিয়েছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘ছেলের পরীক্ষার সময় পড়ালেখায় সাহায্য করেন তার বাবা। এছাড়া একসঙ্গে ঘুরতে যাই আমরা।’

তবে নতুন করে আর সংসার গড়ার ইচ্ছে নেই এই তারকার। রচনা জানান, ‘আমার জীবনে কোনো পুরুষের প্রয়োজন নেই। আমার বন্ধুরা রয়েছে। তারা আমার সঙ্গে রয়েছে, পাশে রয়েছে।’

উল্লেখ্য, প্রবাল বসুর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছিলেন টলিউডের অন্যতম জনপ্রিয় এই নায়িকা। তাদের এক সন্তানও রয়েছে।

Related Articles

Leave a Reply

Close
Close