দেশজুড়েপ্রধান শিরোনাম

একনেকে ৭টি প্রকল্প অনুমোদন

ঢাকা অর্থনীতি ডেস্ক: ১১ হাজার ৪২ কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে মোট ৭টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে একনেকের সভায়। এর মধ্যে দেশের সবার জন্য নিরাপদ পানি সরবরাহের ব্যবস্থা করতে মহাপ্রকল্প অনুমোদন দেয়া হয় যার জন্য খরচ হবে ৮ হাজার ৮৫০ কোটি ৭৪ লাখ টাকা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেকের এই সভা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে আরও রয়েছে- ১১৯০ কোটি টাকা ব্যয়ে জরাজীর্ণ, প্রশস্ত ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বিদ্যমান বেইলি সেতু ও আরসিসি সেতু প্রতিস্থাপন প্রকল্প, বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্প, সিংড়া-গুরুদাসপুর-চাটমোহর সড়কের সিংড়া অংশের সড়ক বাঁধ উঁচুকরণসহ পেভমেন্ট পুনঃনির্মাণ ও প্রশস্তকরণ প্রকল্প এবং নরসিংদী বিসিক শিল্পনগরী প্রশস্তকরণ প্রকল্প।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানান, চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে এডিপি বাস্তবায়নের হার ছিলো ২৬.৩৬ শতাংশ। যা আগের অর্থবছরের এই সময়ের তুলনায় কম হলেও টাকার অঙ্কে বেশি। এছাড়া ডিসেম্বরে এর আগের মাসের তুলনায় মূল্যস্ফীতি কমেছে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Close
Close