দেশজুড়েপ্রধান শিরোনামশিল্প-বানিজ্য

একনেকে অনুমোদন পেলো ৫ হাজার ৪৪১ কোটি টাকার আট প্রকল্প

ঢাকা অর্থনীতি ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পাঁচ হাজার ৪৪১ কোটি টাকা ব্যয়ে আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ আগস্ট) একনেকের সভায় প্রকল্পগুলো উপস্থাপন করা হলে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেগুলোর অনুমোদন দেন।

প্রকল্প বাস্তবায়নের মোট ব্যয় ৫ হাজার ৪৪১ কোটি ৬৩ লাখ টাকার মধ্যে সরকারি তহবিল থেকে ব্যয় করা হবে ৩ হাজার ৩৩৩ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে ব্যয় হবে ২ হাজার ৬১ কোটি টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৪৮ কোটি ব্যয় করা হবে বলে জানানো হয়েছে।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। অন্যদিকে এনইসি সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা। একনেকের সভা শেষে পরিকল্পনামন্ত্রী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

/ আর এইচ এস

Related Articles

Leave a Reply

Close
Close