দেশজুড়ে

একদিনেই রাজধানীতে ট্রাফিক আইন অমান্যে ৭৪৪০ মামলা

ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭,৪৪০টি মামলা ও ৩৪,৮৭,৯৪০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ।

বুধবার (১৯ জুন) সারাদিনে ডিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা করে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখযোগ্য মামলার মধ্যে রয়েছে হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১১০টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ২টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১৫৭৯টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৭টি গাড়ির বিরুদ্ধে মামলা, ট্রাফিক আইন অমান্য করার কারণে ২৬৮০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৪৬টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ২৪টি মামলা করা হয়।

এছাড়াও অভিযানকালে ৩৬টি গাড়ি ডাম্পিং ও ৮৫৮টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি’র ট্রাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীতে এ অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Tipy a triky: Jak si usnadnit každodenní život, vtipy a kuchařské recepty pro chutné jídlo, užitečné rady pro zahradničení a pěstování rostlin. S našimi články a nápady budete mít vše, co potřebujete k lepšímu a plnohodnotnějšímu životu! Nadále vysoká cena dačí po pandemii: Majitelé Zjistěte nejlepší tipy pro každodenní život na našem webu! Najdete zde užitečné rady, recepty a články o zahradničení. Zlepšete si své dovednosti v kuchyni a naučte se tajemství úspěšného pěstování zeleniny. Navštivte nás a objevte nové triky pro efektivní a radostný život!
Close
Close