বিনোদন
‘এই ছবি আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা’
ঢাকা অর্থনীতি ডেস্কঃ অমিতাভ বচ্চন থেকে সাইফ আলী খানদের অভিষেক হয়েছে ওয়েবে। এ সপ্তাহেই হচ্ছে কাজলের। সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন পরিণীতি চোপড়াও। অভিনেত্রীর নতুন ছবি ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ সরাসরি মুক্তি পাবে নেটফ্লিক্সে। ২৬ ফেব্রুয়ারি থেকে জনপ্রিয় এই স্ট্রিমিং সাইটে দেখা যাবে অভিনেত্রীর ছবিটি। গতকাল ছবিটির টিজারও প্রকাশ করেছে নেটফ্লিক্স। ছবিটি সম্পর্কে পরিণীতি বলেছেন, ‘এই ছবি আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর অভিজ্ঞতা। সবার প্রতিক্রিয়া জানতে মুখিয়ে আছি।’
‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ তৈরি হয়েছে ২০১৫ সালে প্রকাশিত পলা হকিন্সের একই নামের উপন্যাস অবলম্বনে। একই উপন্যাস অবলম্বনে ২০১৬ সালে হলিউডে সিনেমাও তৈরি হয়েছিল। পরিণীতির ‘দ্য গার্ল অন দ্য ট্রেন’ পরিচালনা করেছেন ঋভু দাশগুপ্ত। ছবিতে পরিণীতি ছাড়াও আছেন কীর্তি কুলহারি ও অদিতি রাও হায়দারি।
/এন এইচ