প্রধান শিরোনামশিক্ষা-সাহিত্য

এইচএসসির পরীক্ষার ফলাফল প্রস্তুত, ঘোষণা আসছে

ঢাকা অর্থনীতি ডেস্কঃ শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, করোনার কারণে চলতি বছর বাতিল হওয়া এইচএসসি পরীক্ষার ফলাফল ইতোমধ্যে প্রস্তুত করা হয়েছে। অধ্যাদেশ জারির জন্য অপেক্ষা করা হচ্ছে। অধ্যাদেশ জানুয়ারির মধ্যে জারি করা সম্ভব হবে আশা করা হচ্ছে। জারি হলেই এইচএসসির ফলাফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টায় অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এসব কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, করোনা ভাইরাসের কারণে আগামী ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে।

দীপু মনি আরও বলেন, এইচএসসির ফলাফল নিয়ে কেউ সংক্ষুব্ধ হলে আপিল করা যাবে। এছাড়া এইচএসসির ফল ঘোষণার জন্য বিশেষ অধ্যাদেশ জারি করতে হবে। ফলাফল প্রস্তুতের জন্য ইতোমধ্যে ৮ সদস্যের পরামর্শক কমিটি টিমে কাজ করছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে বন্ধ রাখা হয় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। এর পর বেশ কয়েক দফায় বাড়ানো হয় ছুটি। সর্বশেষ আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত ছুটি বাড়িয়েছে সরকার। প্রতিবছর ১ জানুয়ারির বই উৎসব সর্বজনীন উৎসবে পরিণত হয়েছে। তবে চলমান করোনা পরিস্থিতির এবছর সারা দেশে বই উৎসব হচ্ছে না।

এর আগে গত ২৫ নভেম্বর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছিলেন, জেএসসি ও এসএসসির ফলাফলের ভিত্তিতে চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। তবে এসএসসি পরীক্ষা যেহেতু বেশি গুরুত্বপূর্ণ, তাই এ ফল থেকে ৭৫ শতাংশ এবং জেএসসির ফল থেকে ২৫ শতাংশ নম্বরের ভিত্তিতে ফল প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। আর ডিসেম্বরের মধ্যেই এইচএসসির ফল প্রকাশ করার কথা ছিল।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Close
Close