দেশজুড়ে
ঋণের টাকা পরিশোধ করতে নিজ সন্তানকে বিক্রি
ঢাকা অর্থনীতি ডেস্কঃ ১১ মাসের শিশুকে ৫০ হাজার টাকায় বিক্রি করে অপহরণের নাটক সাজানোর অভিযোগে ১০ দিন পর শিশুর মাসহ তিন নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
রোববার (২৯ সেপ্টেম্বর) মধ্যরাতে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামারবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় শিশুর মা রেহানা আক্তার, শিশুটিকে ক্রয়কারী পারভীন আক্তার ও তার বোন মাফিয়া আক্তারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, কুমিল্লা জেলার লাঙ্গলকোটের আলাউদ্দিনের স্ত্রী রেহেনা আক্তার তার ছোট ছেলে অপহরণ হয়েছে মর্মে গত ২০ সেপ্টেম্বর বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করে। ওই দিন রেহেনা তার স্বামীর বাড়ি লাঙ্গলকোট থেকে ফেনীর বাবার বাড়ি যাওয়ার পথে মহিপাল এলাকায় থেকে অপহরণ হয়। পরে ফেনী জেলা গোয়েন্দা পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে। এক পর্যায়ে বাদী শিশুর মা স্বীকার করে ৫০ হাজার টাকায় শিশুটিকে বিক্রি করে। ঋণের টাকা পরিশোধ করতে মা এমন কাজ করেছে বলেও জানান তিনি।
পরে পুলিশ অভিযান চালিয়ে রোববার মধ্যরাতে নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কালারাইতা গ্রামের খামারবাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।