আশুলিয়াপ্রধান শিরোনামস্থানীয় সংবাদ
ঋণের চাপে আশুলিয়ায় আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদকঃ আশুলিয়ায় ঋণের চাপে হতাশায় হারুন (৫২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। এ ঘটনায় নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ জুলাই) দুপুর ১২ টার দিকে আশুলিয়ার শের আলী মার্কেট সংলগ্ন ধলপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ভোর রাতে ওই এলাকার একটি গাছে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন তিনি।
নিহত হারুন মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় রাজাকান্তপুর গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার জান্নাতুনের বাড়িতে পরিবারসহ ভাড়া থেকে দিনমজুরের কাজ করতেন।
স্থানীয়রা জানায়, হারুন এক সময় হোটেলের মেসিয়ারের কাজ করতো। এছাড়া যখন যা পায় সেই কাজই করতেন তিনি। ৪ সন্তান ও স্ত্রীর পরিবারের খরচ চালাতে খুব হিমশিম খেতে হয়েছে রুবেলকে। তার ঋণের বোঝা শুধু বেড়েছে। এই হতাশায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
পুলিশ জানায়, ওই এলাকার একটি গাছে হারুনের ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ ইউনূছ আলী জানান, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি হারুন অনেক ঋণগ্রস্ত ছিল। তবে কি কারনে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি তিনি অত্যাধিক ঋণগ্রস্ত হওয়ায় হতাশা থেকেও আত্মহত্যা করতে পারেন।
এদিকে নিহত ব্যক্তিকে দেখার জন্য স্বাস্থ্য বিধি উপেক্ষা করে উৎসুক জনতার ভিড় লক্ষ করা গেছে।
/আরএম