দেশজুড়েপ্রধান শিরোনাম

উপজেলা পরিষদ নির্বাচনে বাড়লো জামানত, লাগবে না ভোটারের সই

ঢাকা অর্থনীতি ডেস্ক: উপজেলা পরিষদ নির্বাচনে জামানতের পরিমাণ বাড়ানো হয়েছে। চেয়ারম্যান পদে জামানতের পরিমাণ ১০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে। ভাইস চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচন কমিশন সচিবালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও জানানো হয়, বিধিমালায় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারের সইসহ তালিকা জমা দেয়ার বিধান বাদ দেয়া হয়েছে।

এছাড়া, নির্বাচন ও আচরণ বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়েছে। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে এসব সংশোধনী প্রজ্ঞাপন আকারে জারি করা হয়।

এর আগে গত ২০ ফেব্রুয়ারি এসব সংশোধনীর সিদ্ধান্ত নিয়েছিল ইসি। আগামী উপজেলা নির্বাচনে এসব বিধান কার্যকর হবে বলে জানিয়েছে ইসি। আগামী মে মাসে চার ধাপে অনুষ্ঠিত হবে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close