বিশ্বজুড়ে

উন্মুক্ত কাবা ঘরের তাওয়াফের স্থান, ওমরাহকারীদের ওপর নিষেধাজ্ঞা বহাল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ-১৯ নামের নতুন করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে পবিত্র কাবা ঘরের মূল তাওয়াফের স্থান (মাতাফ) বন্ধ করা হয়েছিল। সেটি আবারও মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে ওমরাহকারীদের জন্য এখনো নিষেধাজ্ঞা বিদ্যমান রয়েছে।

বিশেষ অ্যান্টিভাইরাস দিয়ে পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর তা মুসল্লিদের জন্য খুলে দেওয়া হয়। মাতাফ এলাকা এশার নামাজের পর থেকে ফজর পর্যন্ত বন্ধ রাখা হবে।

গ্র্যান্ড মসজিদ এবং মসজিদে নববী বিষয়ক জেনারেল প্রেসিডেন্ট শায়খ ড. আবদুর রাহমান বিন আবদুল আজিজ আল সুদাইস ভাইরাস প্রতিরোধে পূর্ব সতর্কতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে তিনি গ্র্যান্ড মসজিদে দায়িত্বশীল কর্মীদের সঙ্গে মুসল্লিদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close