দেশজুড়ে
‘উন্নয়ন করতে গিয়ে সরকারি প্রতিষ্ঠান পরিবেশের ক্ষতি করছে’
ঢাকা অর্থনীতি ডেস্ক: অনেক সরকারি প্রতিষ্ঠান উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করতে গিয়ে প্রকৃতি ও পরিবেশের ক্ষতি করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (১১ই জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন ও পরিবেশ বিদ্যা ইনস্টিটিউট অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, পৃথিবী ও প্রকৃতিকে বাঁচিয়ে রাখার কথা মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা করা উচিত। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অনেক সরকারি প্রতিষ্ঠানও এসব খেয়াল করে না।
মন্ত্রী অরো বলেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ রাস্তা করার জন্য সিডিএ’র মতো একটি প্রতিষ্ঠান ৩০০ ফুট পাহাড় কেটে সমতল করে ফেলেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
/এএস