দেশজুড়েপ্রধান শিরোনাম
উন্নয়ন দেখতে বাংলাদেশে আসলেন বিশ্বব্যাংকের এমডি
ঢাকা অর্থনীতি ডেস্ক: বাংলাদেশে সফররত বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অ্যাক্সেল ভ্যান ট্রটসেনবার্গ আজ রবিবার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ ও বিশ্বব্যাংক গ্রুপের মধ্যে অংশীদারত্বের ৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন।
অনুষ্ঠানে আরও যোগ দেবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। অর্থ মন্ত্রণালয় ও বিশ্বব্যাংক যৌথভাবে এই উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে।
এসময় বিশ্বব্যাংকের এমডি কার্নিভাল হলে একটি মাল্টিমিডিয়া ফটো প্রদর্শনী ‘এ জার্নি টুগেদার’ উদ্বোধন করবেন তিনি। তার সঙ্গে থাকবেন সংস্থাটির দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।
এই প্রদর্শনীটি চলবে আজ রাত ৯টা পর্যন্ত। সন্ধ্যা ৫টায় সাংবাদিকদের মুখোমুখি হবেন ট্রটসেনবার্গ।
এর আগে, উন্নয়ন-অগ্রযাত্রা দেখতে শনিবার বিকেলে প্রথমবারের মতো ঢাকায় আসেন বিশ্বব্যাংকের এই ব্যবস্থাপনা পরিচালক।