দেশজুড়ে
উদ্ধার করা হলো ৩টি তক্ষক!
ঢাকা অর্থনীতি ডেস্কঃ পাবনার চাটমোহর উপজেলার ধূলাউড়ি গ্রাম থেকে ৩টি তক্ষক উদ্ধারের পর বন বিভাগের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে রাজশাহী বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের এফজি লালন উদ্দিন এবং উপজেলা বন কর্মকর্তা আবদুল কুদ্দুসের কাছে তক্ষকগুলো হস্তান্তর করেন চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেখ নাসীর উদ্দিন।
এর আগে গত সোমবার রাতে উপজেলার হরিপুর ইউনিয়নের ধূলাউড়ি কুঠিপাড়া গ্রামের শৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে একটি কাঠের বাক্সে রক্ষিত অবস্থায় তক্ষক তিনটি উদ্ধার করে পুলিশ। এ সময় বাড়ি থেকে পালিয়ে যায় অভিযুক্ত শৈয়ব।
পলাতক শৈয়ব আলী দীর্ঘদিন ধরে সিলেট ও চট্টগ্রাম থেকে গোপনে তক্ষক এনে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা-উপজেলায় বিক্রি করতো বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শৈয়ব আলীর বিরুদ্ধে বন্যপ্রাণী আইনে থানায় প্রসিকিউশন মামলা দায়ের করা করা হয়েছে।
/আরকে