দেশজুড়ে

উত্তরের টিম লিডার তোফায়েল, দক্ষিণে আমু

ঢাকা অর্থনীতি ডেস্ক: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন পরিচালনা কমিটির নেতৃত্বে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ ও আমির হোসেন আমুকে দলনেতার দায়িত্ব দিয়েছে আওয়ামী লীগ।

উত্তরের কমিটির সদস্য সচিব মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি এবং দক্ষিণে সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ জানিয়েছেন, কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত এক যৌথসভায় এই দুই কমিটির অনুমোদন দেয়া হয়।

মাহবুব-উল আলম হানিফ জানান, আগামী ৩০শে জানুয়ারি এই দুই সিটির নির্বাচন সামনে রেখে দলীয় নির্বাচন কার্যক্রম পরিচালনায় নেতৃত্ব দেবেন দলের এই নেতারা। ঢাকার দুই সিটি নির্বাচনে মেয়র পদে নৌকার প্রার্থী ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

/এএস

Related Articles

Leave a Reply

Close
Close