দেশজুড়ে
উত্তরায় চুরির দায়ে নারীসহ গ্রেফতার ৫
ঢাকা অর্থনীতি ডেস্কঃ রাজধানীর উত্তরা থেকে ১৩টি চুরি মামলার আসামিসহ ৫ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেফতার ৫ জনের মধ্যে ২ জন নারী সদস্য।
রবিবার (২৬ মে) রাত ১১ টার দিকে উত্তরা এলাকায় গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে গাড়িসহ তাদেরকে আটক করে।
গুলশান জোনের গোয়েন্দা পুলিশের (ডিবি) এডিসি গোলাম সাকলাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উত্তরা এলাকা থেকে প্রাইভেটকারসহ তাদের গ্রেফতার করা হয়। এই ৫ জন হচ্ছে একটি চক্র, তারা রাজধানীর বিভিন্ন জায়গায় সুকৌশলে মানুষের বাসায় প্রবেশ করে স্বর্ণ ও নগদ টাকা চুরি করে থাকে।
তিনি আরো জানান, তন্নী আক্তার ওরফে তানিয়া, তার বিরুদ্ধেই রাজধানীর বিভিন্ন থানায় ১১টি চুরির মামলা রয়েছে। বাকি চারজনের নাম হলো আফসানা, আসিফ, ড্রাইভার কালাম, ও রায়হান।
তন্নী বিভিন্ন সময় অনেক ছদ্মনাম ব্যবহার করে থাকে। প্রাইভেটকারটি জব্দসহ পাঁচ আসামি গোয়েন্দা পুলিশ হেফাজতে আছে। আগামীকাল তাদের আদালতে পাঠানো হবে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১১ ভরি স্বর্ণ ও নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার করা হয়।
/আরএম