বিনোদন

উত্তপ্ত বালুতে চমক দেখালেন শেহতাজ

ঢাকা অর্থনীতি ডেস্কঃ একসময় ব্যস্ত ছিলেন মডেলিং, অভিনয়, গান ও ইউটিউব নিয়ে। সেই শেহতাজ প্রাণবন্ত শেহতাজ কোথাও নিজেকে আড়াল করলেন, ভক্তরা এমন প্রশ্ন নিয়মিতই করেন। শেহতাজ প্রথম দর্শকের নজরে পড়েছিলেন বিজ্ঞাপনের মডেল হিসেবে। বিজ্ঞাপনে শেহতাজের মুখে শোনা ‘তুমি কি আমার ফাস্ট লাভ’ সংলাপটিও অনেকের মুখে মুখে ফিরেছে।

এরপর টিভি নাটক ও টেলিছবিতে তাকে অভিনয় করতে দেখা গেছে তাকে। পাশাপাশি ধ্রুব গুহ, প্রীতম হাসানসহ কয়েকজন শিল্পীর গানের মডেল হিসেবেও অনেকের নজর কেড়েছেন তিনি।

অনেকদিন দেখা নেই শেহতাজের। হঠাৎই দেখা দিলেন সোশ্যাল মিডিয়ায়। মরুভূমির উত্তপ্ত বালুতে বসে রয়েছেন হাসিমুখে। শেহতাজ ক্যাপশন দিয়েছেন ‘আয়ো হাবিবি’।

ছবি দেখেই স্পষ্ট অনুমান করা যায় এই মুহূর্তে শেহতাজ আরবীয় কোনো দেশে বেড়াচ্ছেন। এই মুহূর্তের না হলেও নিশ্চই আগে পিছের হতে পারে, যেটা তিনি স্পষ্ট করে বলে দেননি।

/এন এইচ

Related Articles

Leave a Reply

Vyděšený muž trpící bolestí v hýždích zvracel Vaření vepřového jazyka: tajemství něžné lahůdky Kde umístit orchidej Jak nahradit sůl v pokrmech: 7 skvělých Jak vyčistit skleněné nádobí bez Šťavnaté a chutné: tradiční recept na kuřecí řízky k večeři
Close
Close