দেশজুড়েপ্রধান শিরোনাম

‘উড়ে এসে খাদে পড়ে যায় বাসটি’

ঢাকা অর্থনীতি ডেস্কঃ পদ্মাসেতুর এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরে দুর্ঘটনার শিকার বাসটি ডান পাশের চাকা ফেটে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। পরে এক্সপ্রেসওয়ের ১০০ মিটার উঁচু থেকে উড়ে এসে নিচের সার্ভিস লেনের ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম।

রবিবার (১৯ মার্চ) সকাল ৮টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। এসময় দুমড়েমুচড়ে যায় বাসটি। এ ঘটনায় এখন পর্যন্ত নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও আহত হয়েছেন কমপক্ষে আরো ৩০ জন। এদিকে দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন ফায়ার সার্ভিসকর্মীরা।

পুলিশ সুপার মাসুদ আলম জানান, ‘এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। আমরা ঘটনাস্থলে এসে দেখি বাসটির সামনের অংশ পুরো দুমড়েমুচড়ে গেছে। আমরা প্রত্যক্ষদর্শী ও বাসে থাকে কয়েকজনের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছে, বাসটি খুব দ্রুত গতিতে চলছিল। হঠাৎ করে বাসটির চাক ফেটে যায় এবং উড়ে এসে নিচে পড়ে। ঘটনায় হাইওয়ে পুলিশ তদন্ত করবে। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি বাসটির ওভার স্পিডের কারণে এ ঘটনা ঘটেছে। বাকিটা তদন্তের পরে জানা যাবে।’

/আরএম

Related Articles

Leave a Reply

Close
Close