⤖끞귆ᩲ筲ꤗ鎆㳇槸稼ṩ䞚鄾쿱飮㹏麆멬廊흲㪝康ꦭꍥ帇₟鿞暢鞥拱樌⇗রাত পোহালেই মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিল | ঢাকা অর্থনীতি
খেলাধুলা

রাত পোহালেই মুখোমুখি আর্জেন্টিনা ও ব্রাজিল

ঢাকা অর্থনীতি ডেস্কঃ চলতি ক্রিকেট বিশ্বকাপের আমেজে হারিয়ে গিয়েছে ব্রাজিলে অনুষ্ঠিত এবারের কোপা আমেরিকা কাপ। ক্রিকেটের মাঝে ফুটবলের এই আনন্দ আবার ফিরে আসছে। কারণ কোপার ফাইনালে উঠার লড়াইয়ে আগামীকাল সকালে মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী স্বাগতিক ব্রাজিল-আর্জেন্টিনা।

সর্বশেষ ২০০৭ সালে দেখা হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। সেবার ভেনিজুয়েলায় অনুষ্ঠিত কোপার ফাইনালে মুখোমুখি হয়েছিল এ দুই দল। ১২ বছর পর আর একটি সুপার ক্ল্যাসিকো দেখতে যাচ্ছে বিশ্ব ফুটবল।

অন্যদিকে ব্রাজিলের মাঠে কোপায় কখনই ব্রাজিলকে হারাতে পারেনি আর্জেন্টিনা। ১৯১৯ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মোট ছয় ম্যাচে আর্জেন্টিনার সেরা সাফল্য ১৯৮৩ সালে একটি গোলশূন্য ড্র।

উল্লেখ্য, খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা ৩০ মিনিট।

Related Articles

Leave a Reply

Cloudflare encountered an error processing this request: Internal server error
Close
Close