দেশজুড়ে
উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেটের ওপর হামলা
ঢাকা অর্থনীতি ডেস্কঃ চট্টগ্রামে অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযানে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের ওপর হামলা চালিয়েছে ব্যবসায়ীরা। সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে ৩ জনকে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়েছে।
সোমবার (১৪ মে) দুপুরে নগরীর বাংলা বাজার এলাকায় অবৈধ ভাসমান দোকান উচ্ছেদ অভিযান চালায় সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া খাতুনের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। এ সময় হঠাৎ করে পুলিশ ও ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তাদের উপর হামলা চালায় ব্যবসায়ীরা।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার জানান, সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে সন্ত্রাসীরা বাধা দেয়। পরে তারা হামলাও চালায়। এ সময় এএসআই মুজিবুরসহ চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ৩ জনকে আটক করে এক বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।