প্রধান শিরোনামবিনোদন

উচ্চ আদালতে জামিন পেলেন আল্ল অর্জুন, মামলা নিয়ে বাদী যা ভাবছেন

ঢাকা অর্থনীতি ডেস্ক: হায়দরাবাদে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুন। জনপ্রিয় এই তারকাকে প্রথমে চিক্কদপল্লি থানায় নিয়ে যাওয়া হয়। ওই থানাতেই তাঁর নামে অভিযোগ করা হয়েছিল। সেখান থেকে স্থানীয় ওসমানিয়া হাসপাতালে আল্লু অর্জুনের মেডিকেল চেকআপ করানো হয়। সেখান থেকেই নামপল্লি আদালতে শুরু হয় শুনানি।

এজলাসে আল্লু অর্জুনের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সেখান থেকে আবার উচ্চ আদালতে নেওয়া হয়। শেষমেশ ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ারে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হওয়া আল্লু অর্জুন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন। খবর এনডিটিভির

শুক্রবার গ্রেপ্তারের কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় তাঁকে জামিন দিয়েছেন তেলেঙ্গানা হাইকোর্ট।

গত বুধবার ৪ ডিসেম্বর হায়দরাবাদের আরটিসি ক্রসরোডসের চিক্কদপল্লি সন্ধ্যা থিয়েটারে রাত সাড়ে নয়টায় ‘পুষ্পা ২: দ্য রুল’ ছবির প্রিমিয়ার ছিল। এই প্রিমিয়ারে হাজির ছিলেন রেবতী নামের এক নারী, তাঁর স্বামী এবং ছেলে শ্রীতেজ। ঠাসা ভিড়ের মধ্যে আল্লু অর্জুনকে দেখতে ধাক্কাধাক্কির ফলে মাটিতে পড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৩৫ বছরের রেবতী। তাঁর ১৩ বছরের ছেলেও দুর্ঘটনার শিকার হয়েছিল।

চিক্কদপল্লি পুলিশ স্টেশনে আল্লু অর্জুন, তাঁর সুরক্ষাকর্মী এবং প্রেক্ষাগৃহের মালিকের বিরুদ্ধে সেকশন ১০৫ এবং ১১৮ (১) ধারায় মামলা করেছে রেবতীর পরিবার। সেই মামলায় আল্লু অর্জুনকে গ্রেপ্তার করে চিক্কদপল্লি পুলিশ।

এর মধ্যে মৃত রেবতীর স্বামী সাংবাদিকদের জানান, তিনি মামলাটি তুলে নেবেন। তাঁর স্ত্রীর মৃত্যুতে আল্লু অর্জনের কোনো ভূমিকা নেই।

Related Articles

Leave a Reply

Close
Close